
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের পর্দা উঠছে শুক্রবার। এ লক্ষ্যে বিদেশি খেলোয়াড়ে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে মিরপুরের আঙিনা।
বিপিএলের গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বলেন, “বিদেশি ৭৬ খেলোয়াড় বৃহস্পতিবার রাত পর্যন্ত ঢাকায় আসবে। তাদের বিশেষ নিরাপত্তায় থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।”
তিনি আরো বলেন, “বিপিএলে আসা সকল খেলোয়াড়কে আমরা বিশেষ নিরাপত্তা দিচ্ছি। যদিও ইংল্যান্ডের মতো অতো ভিআইপি নিরাপত্তা তারা পাচ্ছে না। তবে সরকার ও নিরাপত্তা বাহিনীর দেয়া খসড়া ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেয়া হয়েছে। সে অনুযায়ী তারা কাজ করবে এবং আমরাও করবো।”
উল্লেখ্য, কিছুদিন আগে সফলভাবে শেষ হয় বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে ও টেস্ট সিরিজ। সে সিরিজে ইংলিশবাহিনীকে ভিআইপি নিরাপত্তা দেয় বিসিবি। তবে বিপিএলে খেলোয়াড় সংখা অনেক থাকায় এমন নিরাপত্তা দেয়া সম্ভব হচ্ছে না।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের