
ঢাকা: প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহনকারী বিদেশি ফুটবলারদের সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ২৪ জুলাই থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল। শুক্রবার সিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপি কমিশনার ইকবাল বাহার। তিনি জানান, খেলা চলাকালীন স্টেডিয়ামের ১৩ ফটকই বন্ধ থাকবে। ৬টি ফটক দিয়ে ঢুকতে পারবে দর্শক। স্টেডিয়ামে মোবাইল ছাড়া কিছুই সঙ্গে নেওয়া যাবে না।
এ ছাড়া ফুটবলারদের অনুশীলনসহ যেকোনো জায়গায় আসা-যাওয়ার সময় নিরাপত্তা দেবে পুলিশ।
সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, ‘বিপিএল চলাকালীন চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এমএ আজিজ স্টেডিয়ামে। এ ছাড়া খেলায় অংশ নিতে আসা ১২টি দল নগরীর ৮টি হোটেলে অবস্থান করছেন। এসব হোটেলের প্রতিটি লবি ও ফ্লোরে অধিকতর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি খেলোয়াড়রা পুলিশের সরবরাহ করা মাইক্রোবাসে করে মাঠে যাবে। পুলিশ গাড়ির দুপাশে নিরাপত্তা দিয়ে তাদের মাঠে নিয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘স্টেডিয়ামে শুধু মোবাইল ছাড়া অন্যকিছু নিয়ে ঢুকতে পারবেন না দর্শকেরা। ভ্যানিটি ব্যাগ এমনকি পানির বোতলও সঙ্গে নেওয়া যাবে না। স্টেডিয়ামের ভেতর জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) উদ্যোগে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান খোলা হবে। সেসব দোকান থেকে খাবার ও পানীয় সংগ্রহ করতে পারবেন দর্শক।’
ইকবাল বাহার বলেন, ‘প্রতিটি দলের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা থাকবেন। ফুটবলাররা যেকোনো জায়গায় যেতে চাইলে তারা আমাদের বিষয়টি জানাবেন। আমরা ছাড়পত্র দিলে তবে চাহিদা মতো জায়গায় যাওয়া যাবে। এ ক্ষেত্রে ফুটবলারদের সঙ্গে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা থাকবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস