
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)চতুর্থ আসর শুরু হবে আগামী ৬ নভেম্বর। এরআগে বিপিএল তৃতীয় আসরের জন্য ক্রিকেটপ্রেমীদের প্রায় দুই বছর অপেক্ষা করতে হয়েছিল।
রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগে থেকেই আমাদের সিদ্ধান্ত ছিল নভেম্বরে চতুর্থ আসরের খেলা শুরু হবে। এখন তারিখটা চূড়ান্ত হলো। নভেম্বরের ৬ তারিখে বিপিএল-এর চতুর্থ আসরের ম্যাচ মাঠে গড়াবে।’
গত বছর নভেম্বর-ডিসেম্বরে বিপিএল-এর তৃতীয় আসর শুরু হয়। সর্বশেষ আসরে অংশ নেয় ছয়টি ফ্র্যাঞ্চাইজি। সে সময় ভবিষ্যতে দল আরো বাড়ানোর আভাস দেয়া হয়েছিল। তবে চতুর্থ আসর দল বাড়বে কিনা বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি বিসিবি সভাপতি।
এদিকে বিপিএল-এর গত আসরের ফ্র্যাঞ্চাইজি সিলেট সুপারস্টার্স এখনও তাদের খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করেনি। প্রায় ২ থেকে ৩ কোটি টাকা বিসিবি ওই ফ্র্যাইঞ্চাজির কাছে পাওনা রয়েছে।
নাজমুল হাসান পাপন বলেন, ‘সিলেট সুপারস্টার্স এখনও খেলোয়াড়দের টাকা পরিশোধ করেনি। ব্যাংক গ্যারান্টির মাধ্যমেও টাকা উঠানো যাচ্ছে না। কিছুদিনের মধ্যে আইনি প্রক্রিয়ায় যাবো আমরা।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ