
স্পোর্টস ডেস্ক: শঙ্কাটা আগেই দেখা দিয়েছিল। অবশেষে সেই শঙ্কাই সত্যি হয়ে দেখা দিল। শেষ হয়ে গেছে রনি তালুকদারের বিপিএল। রাজশাহী কিংসের এ ব্যাটসম্যান এবারের আসরের আর কোনো ম্যাচই খেলতে পারবেন না। সাইড স্ট্রেইনের ইনজুরির কারনে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। তার পরিবর্তে রাজশাহী কিংসে নেয়া হয়েছে জুনায়েদ সিদ্দিকীকে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কিংসের কোচ সারোয়ার ইমরান।
বিপিএলের চলতি আসরে রাজশাহীর হয়ে প্রথম ম্যাচ খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন রনি তালুকদার। ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে ঐ ম্যাচে জয় পায় রাজশাহী। রনি তালুকদার ব্যাট হাতে দলের হয়ে ৯ বলে ১৪ রান করেছিলেন। ম্যাচে জিতলেও রনি ইনজুরিতে পড়েছিলেন। সাইড স্ট্রেইন সমস্যার কারনে দলের হয়ে পরের দুই ম্যাচে মাঠে নামতে পারেননি। ডাক্তারের তত্বাবধায়নেই ছিলেন তিনি। অবশেষে গতকাল মঙ্গলবার চিকিৎসক জানিয়ে দিয়েছেন, রনির সেরে উঠতে আরো সময় লাগবে।
তাই রাজশাহী কিংস কর্তৃপক্ষ কোন প্রকার রিস্ক নিতে চাননি। তাই রনিকে ছেড়ে দিয়েছে ফ্রাঞ্জাইজি। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে জুনায়েদ সিদ্দিকীকে। দলটির কোচ সারোয়ার ইমরান বলেন, ‘ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ার কারণে রনির আর এই আসরে মাঠে নামা হচ্ছে না। তার পরিবর্তে রাজশাহীর হয়ে খেলবে জাতীয় দলের এক সময়ের মাঠ মাতানো ওপেনিং ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক। ইতোমধ্যেই তাকে দলে নেয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আশা করছি পরের ম্যাচেই সমর্থকরা তাকে (জুনায়েদ) মাঠে দেখতে পারবেন।’
উল্লেখ্য, বিপিএলের দু’টি আসরে খেলেছিলেন জুনায়েদ। প্রথম আসরে দুরন্ত রাজশাহী ও পরের আসরে সিলেট সুপার স্টার্সের হয়ে খেলেন তিনি।
প্রতিবেদন: কবির, সম্পাদনা: ইয়াসিন