
ঢাকা : শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব বিপিও (বিজনেস প্রসেজ আউটসোসিং)সামিট ২০১৬। বৃহষ্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দু’দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার (আইটিইউ) মহাপরিচালক হাওলিন ঝাও।
উদ্বোধনী বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘তথ্য-প্রযুক্তিসহ সব ক্ষেত্রে দেশের উন্নয়ন সূচক উপরের দিকে। ২০২১ সালের ভেতরে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। বিপিও সামিট ২০১৬ আয়োজনের মধ্যে বিশ্বের কাছে এই ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের বিষয় তুলে ধরা হবে।’
জয় বলেন, ‘আমরা প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ই-লার্নিং ল্যাব তৈরি করেছি। আগামীতে এই সংখ্যা আরও বাড়বে। শিক্ষার্থীদের জন্য সরকার ইতিমধ্যে ই-বুক তৈরি করছে। কিছু দিনের মধ্যেই আমরা ইলেট্রনিক ভার্সন বই তৈরি করবো।’
সজিব ওয়াজেদ জয় বলেন, ‘বিপিও ক্ষেত্রে ভালো করার সব সম্ভবনা বাংলাদেশে রয়েছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার কাজে হাত দিয়েছিলেন। বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে। বিপিও খাতে ২০১৮ সালের মধ্যে এক বিলিয়ন মার্কিন ডলার আয় করবে বাংলাদেশ। প্রতি বছর ৩০ হাজার শিক্ষার্থী কম্পিউটার সায়েন্স থেকে পাশ করে বের হচ্ছে। তাদের বিভিন্ন সেক্টরে কাজের ক্ষেত্র তৈরি করছে সরকার।’
আইটিইউ মহাপরিচালক হাওলিন ঝাও বলেন, ‘বাংলাদেশ বিপিও সেক্টরে অনেক এগিয়ে যাচ্ছে। এই ধারা বজায় রাখতে হবে। বিপিও সেক্টরে এগিয়ে যাওয়া দক্ষ জনবল তৈরি করতে হবে। সরকারি ও বেসরকারিভাবে এগিয়ে নেয়ার জন্য একসঙ্গে কাজ করতে হবে।’
এছাড়াও অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক টেলিযোগাযোগও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মাহমুদ, বাংলাদেশ এসোসিয়েশন অফ কলসেন্টার এন্ড আউটসোসিংয়ের (বাক্য) সভাপতি আহমাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে দু’দিনের আয়োজনে ২০ জন আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ বিভিন্ন সেমিনার ও কর্মশালায় বক্তব্য রাখবেন। এ সময়ে তারা তরুণদের মাঝে তাদের সফলতার কথা তুলে ধরবেন। এই আয়োজনে ২৫ হাজারের বেশী দর্শনার্থী উপস্থিতি থাকবেন।
সম্মেলনের প্রথম দিন ‘গভর্ণমেন্ট প্রসেস আউটসোর্সিং: গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস’, ‘প্রোটেকটিং ডেটা অ্যান্ড প্রাইভেসি ইন দ্য কানেক্টেড নেটওয়ার্ক ওয়ার্ল্ড’, ‘অপারচুনেটিজ ইন লোকাল অ্যান্ড গ্লোবাল বিপিও ফর ইউথ’, ‘বিগ ডেটা এনালাইসিস ফর নিউ হরাইজন ইন বিজনেস ইন্টেলিজেন্স’, ‘ট্রেনিং ওয়ার্কশপ ফর কলসেন্টার এজেন্টস’ এবং ‘চ্যালেঞ্জেস অ্যান্ড সলিউশনস ফর ওভারকামিং হার্ডেলস ইন আউটসোসিং অব গভর্ণমেন্ট সার্ভিসেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
শুক্রবার সামিটের দ্বিতীয় ও শেষ দিন সন্ধ্যা ছয়টায় বলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই দিন দেশের বিপিও খাতের সফল উদ্যোক্তাদের পুরস্কৃত করা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে