
ঢাকা: দেশিয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতের অবস্থানকে তুলে ধরতে জুলাই মাসে অনুষ্ঠেয় বিপিও সম্মেলন উপলক্ষে অ্যাক্টিভেশন কার্যক্রমের সহযোগিতার জন্য সম্প্রতি বাক্যের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিক্রয় ডটকম।
ফলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে একাধিক অ্যাক্টিভেশন কার্যক্রমে সহযোগিতা দেবে বিক্রয় ডটকম। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কার্যক্রম চলাকালে বিক্রয় ডটকমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরির আবেদন নেয়া হবে।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আইসিটি অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) আয়োজিত এ সম্মেলনের উদ্দেশ্য বিপিওকে মূল মাধ্যমে নিয়ে আসা। দেশের তরুণ-তরুণীদের বেশি করে এই খাতে আগ্রহী করে তোলা এবং দেশিয় ও আন্তর্জাতিক বাজারে আমাদের বিপিও খাতের অবস্থানকে তুলে ধরা।
২৮ ও ২৯ জুলাই রাজধানীর কৃষিবদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) দ্বিতীয় বারের মতো আয়োজিত দুই দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে।
চুক্তিসই অনুষ্ঠানে বিক্রয় ডটকম’র পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মার্টিন মাল্মস্ট্রোম, পরিচালক (বিপণন) মিশা আলী, ব্যবস্থাপক (মার্কেটিং) মো. মাহবুব হাসান এবং বাক্যের পক্ষ থেকে সহ-সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এসজি