Wednesday, July 27th, 2016
‘বিপিও সম্মেলন ২০১৬’ আগামীকাল
July 27th, 2016 at 5:54 pm
‘বিপিও সম্মেলন ২০১৬’ আগামীকাল

ঢাকা: দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের অবস্থানকে তুলে ধরতে গত বছর প্রথম বারের মতো আয়োজন করা হয় ‘বিপিও সামিট ২০১৫’। এই ধারবাহিকতায় বৃহস্প্রতিবার ২৮-২৯ জুলাই দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ‘বিপিও সম্মেলন ২০১৬’। প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় দুদিনের আন্তর্জাতিক এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এবারের আয়োজনে মোট ১২ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এসব সেমিনার ও কর্মশালায় দেশ ও বিদেশের প্রযুক্তি ক্ষেত্রের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে থাকবে বিশেষ আয়োজন।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ইমরান আহমেদ।

শুক্রবার সামিটের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া সমাপনী দিনে দেশের বিপিও খাতের সফল উদ্যোক্তাদের পুরস্কৃত করা হবে। এবারের আয়োজনে মোট ১২টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে।

এ আয়োজনের সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে মঙ্গলবার আগারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সালের মধ্যে এই আউটসোর্সিং খাত থেকে ১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য স্থির করা হয়েছে।

সম্মেলনে প্রতিমন্ত্রী লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও ব্যবসার অগ্রগতি সন্তোষজনক যার বর্তমান বাজার মূল্য ১৮০ মিলিয়ন ডলার। আমাদের পাশের দেশ ভারত, শ্রীলংকা ও ফিলিপাইন বিপিও সেক্টরে সবচেয়ে ভালো করেছে। বিপিও সেক্টরে সারা বিশ্বের ৬০০ বিলিয়ন ডলারের মধ্যে ভারত ১০০ বিলিয়ন, ফিলিপাইন ১৬ বিলিয়ন এবং শ্রীলংকা ২ বিলিয়ন ডলার আয় করছে। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে এই খাতে ১ বিলিয়ন ডলার আয় করা।

তিনি আরো বলেন, বিশ্বের যে সকল দেশ বিপিও খাতে ভাল করেছে তারা সবাই নিজেদের অভ্যন্তরীণ খাতের বিপিও শিল্পকে শক্তিশালী করেছে। যেমন ভারতের এবছরের লক্ষ্যমাত্রা ১২০ বিলিয়ন ডলারের মধ্যে ২০ বিলিয়ন ডলারই আসবে অভ্যন্তরীণ বাজার থেকে। এর অর্থ হলো বিশ্ব বাণিজ্যে ভাল করার জন্য আমাদের বিপিও খাতকে অভ্যন্তরীণ মার্কেটেও শক্তিশালী করতে হবে। আমাদের দেশের কলসেন্টারগুলোর একটা বড় অংশই অভ্যন্তরীণ চাহিদা মেটাচ্ছে। স্থানীয় অভিজ্ঞতার আলোক বিশ্ববাজারে নিজেদের সমতা তুলে ধরার জন্য এবারের সামিটের উপজীব্য হয়েছে -স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক ব্যবসা।

দ্বিতীয় বিপিও সামিটের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, এই সামিটের মাধ্যমে বিশ্বের কাছে বিপিও খাতে আমাদের দক্ষতার কথা যেমন তুলে ধরতে চাই তেমনি চাই আমাদের স্থানীয় সরকারি-বেসরকারি সেক্টরে বিপিও খাতের সম্প্রসারণ। বাংলাদেশের বিপিও সেক্টরের সাফল্যের গল্পগুলো সবাইকে জানাতে চাই। দেশের তরুণদের কাছে এই সেক্টরকে অন্যতম একটি কাজের ক্ষেত্র হিসেবে পরিচয় করিয়ে দিতে চাই।

নিউজনেক্সটবিডি ডটকম/ডিএম/জাই

 


সর্বশেষ

আরও খবর

বাংলা স্টিকার নিয়ে চ্যাটবক্সে চমকে দিতে এলো এমস্টিকার

বাংলা স্টিকার নিয়ে চ্যাটবক্সে চমকে দিতে এলো এমস্টিকার


মডার্নার ভ্যাকসিন পরীক্ষা বানরের উপর সফল

মডার্নার ভ্যাকসিন পরীক্ষা বানরের উপর সফল


‘সজীব ওয়াজেদ জয় অনলাইন র‌্যাপিড দাবা টুর্নামেন্ট-২০২০’ শুরু

‘সজীব ওয়াজেদ জয় অনলাইন র‌্যাপিড দাবা টুর্নামেন্ট-২০২০’ শুরু


বাংলাদেশ রেলওয়েকে ১০টি ইঞ্জিন উপহার দিলো ভারত

বাংলাদেশ রেলওয়েকে ১০টি ইঞ্জিন উপহার দিলো ভারত


হার্ড ইমিউনিটি এখনও অর্জিত হয়নিঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হার্ড ইমিউনিটি এখনও অর্জিত হয়নিঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা


ফেসবুক পেজের নতুন নকশা নিয়ে পরীক্ষা

ফেসবুক পেজের নতুন নকশা নিয়ে পরীক্ষা


ঘুড়ি, ড্রোন, খেলনা ওড়াতে অনুমতি লাগবে

ঘুড়ি, ড্রোন, খেলনা ওড়াতে অনুমতি লাগবে


অদৃশ্য আলো থেকে বিদ্যুৎ উৎপাদন

অদৃশ্য আলো থেকে বিদ্যুৎ উৎপাদন


মঙ্গলের পথে আরব আমিরাতের প্রথম মহাকাশযান

মঙ্গলের পথে আরব আমিরাতের প্রথম মহাকাশযান


ইভিএম ছিনতাই হলেও সমস্যা নেইঃ এনআইডি মহাপরিচালক

ইভিএম ছিনতাই হলেও সমস্যা নেইঃ এনআইডি মহাপরিচালক