
বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশন(বিসিসি) ২০১৬-১৭ অর্থ বছরে ৪৪৪ কোটি ১০ লাখ ৫৮লাখ ৭৬৫ টাকার অনুদান নির্ভর বাজেট ঘোষণা করেছে। বাজেটে নিজস্ব আয় দেখানো হয়েছে ১১৮ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৭৬৪ টাকা।
বুধবার দুপুরে বিসিসির সভা কক্ষে মেয়র আহসান হাবিব কামাল ২০১৬-১৭ অর্থ বছরের এ বাজেট ঘোষণা করেন। এটি বিসিসি’র ঘোষিত ১৫তম বাজেট।
ঘোষিত ৪৪৪ কোটি ১০ লাখ টাকার এ নতুন বাজেটে নিজস্ব উৎস হতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১১৮ কোটি ১০ লাখ টাকা। বাকি ৩১৫ কোটি ১৫ লাখ টাকা সম্ভাব্য আয় ধরা হয়েছে সরকারি-বেসরকারি এবং উন্নয়ন সংস্থা হতে প্রত্যাশিত অনুদান।
অনুদান প্রাপ্তি সাপেক্ষে বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা উল্লেখ করা হয়েছে বাজেটে। এর মধ্যে রয়েছে সড়ক, খাল, পানি সরবরাহ, ড্রেন, মার্কেট উন্নয়ন, সেবক কলোনী নির্মাণ, বাস ও ট্রাক টার্মিনাল, কর্মজীবী মহিলা হোস্টেল ও বৃদ্বাশ্রম নির্মাণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসি’র প্যানেল মেয়র হাজী একেএম শহিদুল্লা, মোশারেফ হোসেন খান বাদশা, বাজেট-কাম-হির্সাবরক্ষণ কর্মকর্তা মোঃ মশিউর রহমানসহ করপোরেশনের সকল কাউন্সিলর, কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রতিনিধি, বরিশাল, সম্পদনা: হাসান জিহাদ, জাহিদুল ইসলাম