
ইয়াঙ্গুন: পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া বিবিসির এক প্রতিবেদককে মিয়ানমারে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একটি আদালত।
মঙ্গলবার বিবিসির প্রতিবেদক নে মায়ো লিনের আইনজীবী এই খবর প্রকাশ করেন। নে মায়ো লিন বিবিসির মিয়ানমার ল্যাঙ্গুয়েজ সার্ভিসে প্রতিবেদকের কাজ করেন।
আইনজীবী জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন তার মক্কেল। তিনি এই রায়কে অন্যায্য হিসেবে উল্লেখ করে বলেন, নে মায়ো লিন ইচ্ছাকৃতভাবে পুলিশকে শারীরিকভাবে আঘাত করেননি। বরং তিনি একজন বিক্ষোভকারীকে বাঁচাতে গিয়েছিলেন।
তিনি আরও বলেন, এটা লজ্জাজনক যে আদালত এধরনের একটি রায় ঘোষণা করেছে। পুলিশের উচিত নয় সাংবাদিককে নিজেদের বিরোধী ভাবা।
২০১৫ সালের মার্চে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে শিক্ষা বিলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। খবর সংগ্রহের উদ্দেশ্যে এসময় নে মায়ো লিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সোমবার মান্দালয়ের একটি আদালত এই রায় ঘোষণা দেন।
এদিকে বিবিসি লন্ডনের অফিস থেকে এক বিবৃতির মাধ্যমে তাদের প্রতিবেদকের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানায়।
মিয়ানমারের সাবেক রাজবন্দী অং সান সুচি দ্বারা পরিচালিত নতুন সরকারের শাসনামলে এই প্রথম একজন সাংবাদিকের জেল হলো।
সূত্র: এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে