বিবিসি রেডিওর সম্পাদক জোলি!

ডেস্কঃ আসছে ১৯ জুন বিশ্ব উদ্বাস্তু দিবসকে ঘিরে বিবিসি রেডিওর ‘উইমেন্স আওয়ার’ অনুষ্ঠানের বিশেষ আয়োজনে অতিথি সম্পাদক নিযুক্ত হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি।
বর্তমান বিশ্বের উদ্বাস্তু সংকট মোকাবেলায় করনীয় পদক্ষেপ নিয়ে পর্বটি সাজাচ্ছেন জোলি। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক বিভাগের বিশেষ দূত হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাকে এ ব্যাপারে বেশ সাহায্য করবে।
এছাড়াও, ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত একই অনুষ্ঠানের নিয়মিত আয়োজনের প্রতি পর্বে উপস্থিতি মিলবে ভিন্ন ভিন্ন নারী অতিথি সম্পাদকের। নিজ নিজ অঙ্গন আলোকিত করা এসকল কৃতী নারীদের মাঝে রয়েছেন টেলিভিশন উপস্থাপিকা মেরি বেরি, ফুটবলার এনিওলা আলুকো, স্কট কবি জ্যাকি কে এবং ঔপন্যাসিক সুনেত্রা গুপ্ত। সূত্র-বিবিসি
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস