
ডেস্ক: কিছুদিন আগেই কানাডায় কনসার্টে গান করতে করতে মঞ্চে হোঁচট খান জাস্টিন বিবার। বিবারের সেই হোঁচট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম হাস্যরস হয়নি। এবার তার সাবেক প্রেমিকা সেলেনা গোমেজও গাইতে গাইতে মঞ্চে হোঁচট খেলেন। তারপর নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান সেলেনা, ফিরে যান নিজের পরিবেশনায়।
তবে এই সময়ে নিজের ‘বিব্রতকর’ অবস্থা দর্শকের কাছ থেকে মোটেও লুকাতে পারেননি এই গায়িকা।
সেলেনা তার ‘রিভাইভাল’ ট্যুরের অংশ হিসেবে গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় গান করেন। কনসার্টে ‘কিল’এম উইথ কাইন্ডনেস’ গানটির সময় গাইতে গাইতে হঠাৎ মঞ্চের এক অংশে গিয়ে হোঁচট খান। তবে তাতে পাকা এ শিল্পীর গান কিন্তু থেমে যায়নি। মুহূর্তেই সুর-তাল আবার জায়গা বুঝে ধরে নিয়ে গাইতে শুরু করেন তিনি। গানের ফাঁকে মজা করে শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, ‘পুরো সফরে এই প্রথম হোঁচট খেলাম। ভাবা যায়, কি বড় বিষয় এটা!’ সেলেনার হোঁচট খাওয়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস