
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোল চত্বরে পুলিশ চেকপোস্টের সামনে ‘আত্মঘাতী’ বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ওই ব্যক্তিকে হামলাকারী বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার পর পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। ওই ঘটনায় নিহত ব্যক্তির লাশ পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই ব্যক্তিই হামলাকারী, তবে তার পরিচয় জানা যায়নি।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী কমিশনার তানজিলা আক্তার জানান, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর গোলচত্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এক যুবক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই সে মারা যায়।
তিনি আরো জানান, ওই হামলার পরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দর এলাকায় এপিবিএনের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক জঙ্গি বিরোধী অভিযানে শীর্ষ জঙ্গি নেতাসহ বেশ কয়েকজন নিহত হন। এরপর বেশ কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও এ বছর মার্চের শুরু থেকে জঙ্গিরা নতুন করে তাদের তৎপরতার জানান দিতে শুরু করে।
একের পর এক জঙ্গি বিরোধী অভিযান ও জঙ্গিদের আত্মঘাতী হওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দেয়। গত ৬ মার্চ হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদের আদালত থেকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেয়ার পথে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়ার চেষ্টা হয়।
পরদিন ৭ মার্চ কুমিল্লায় একটি বাসে তল্লাশির সময় পুলিশের দিকে বোমা ছোড়ার পর ধরা পড়ে ‘নব্য জেএমবির’ দুই জঙ্গি। তাদের মধ্যে একজনকে সঙ্গে নিয়ে ওই রাতে চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও বোমা উদ্ধার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।
১৫ মার্চ সীতাকুণ্ড পৌর এলাকার আমিরাবাদের এক বাড়ি থেকে বিস্ফোরকসহ এক জঙ্গি দম্পতিকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রেমতলা এলাকায় আরেক বাড়িতে অভিযানে যায় পুলিশ।
১৬ মার্চ প্রেমতলার ওই বাড়িতে শুরু হয় ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’। আত্মঘাতী বিস্ফোরণ ও গুলিতে এক নারীসহ চার জঙ্গি নিহত হন। এছাড়া ভেতরে বোমায় ক্ষত বিক্ষত এক শিশুর লাশ পাওয়া যায়।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন ১৭ মার্চ শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় আশকোনায় র্যাবের একটি ব্যারাকে ঢুকে পড়ার পর শরীরে বাঁধা বোমার বিস্ফোরণে নিহত হয় সন্দেহভাজন এক জঙ্গি।
১৮ মার্চ মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি ভোর সাড়ে ৪টার দিকে খিলগাঁওয়ের ‘শেখের জায়গা’ মোড়ের কাছে চেক পোস্টে ঢুকে পড়ার পর র্যাব সদস্যদের গুলিতে নিহত হন এক ব্যক্তি। র্যাব কর্মকর্তারা বলছেন, হামলাকারীর দেহে বিস্ফোরক বাঁধা ছিল।
২০ মার্চ চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
ওই ঘটনার চারদিন পর আজ শুক্রবার ভোররাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। যখন ওই জঙ্গি আস্তানায় চুড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছিল বিশেষ বাহিনী সোয়াত ও পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঠিক তখনই ঢাকায় বিমানবন্দরের গোল চত্বরের কাছে পুলিশ চেকপোষ্টের সামনে এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: জাহিদ, ছবি: জীবন আহাম্মেদ