বিমানবন্দর এলাকায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা: রাজধানীর বিমান বন্দর রেলওয়ে স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন ও ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগের বিমান বন্দর জোনাল টিম এ অভিযান চালায়।
গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগের ডিসি শেখ নাজমুল আলম নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শান্ত মিয়া, নাজমা, রফিকুল ইসলাম টুনু ও মফিজুল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। পার্শ্ববর্তী দেশ থেকে চোরাইপথে অবৈধ নেশা জাতীয় দ্রব্য সংগ্রহ করে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই