
মস্কো: ৯২ আরোহী নিয়ে সিরিয়াগামী রুশ সামরিক বিমানের কৃষ্ণসাগরে বিধ্বস্ত হওয়ার বিষয়ে তদন্ত করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার ক্রেমলিন থেকে এক বিবৃতিতে জানানো হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে সোচি থেকে উড্ডয়ন করা সামরিক বিমান টিইউ-১৫৪ এর বিধ্বস্ত হওয়ার কারণ জানার জন্য রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এছাড়া পুতিন সোমবার(২৬ ডিসেম্বর) জাতীয় শোক দিবস ঘোষণা করেন।
সিরিয়ার লাটাকিয়া বিমান ঘাঁটির উদ্দেশ্যে উড্ডয়ন করা টিইউ-১৫৪ বিমানটিতে সেনা সদস্য ছাড়াও সাংবাদিক এবং প্রখ্যাত আলেক্সান্দ্রভ মিলিটারি মিউজিক গ্রুপের ৬৪ জন সদস্য ছিলেন। সিরিয়ায় অবস্থানরত রুশ সেনাসদস্যদের মনোরঞ্জনের জন্য তারা সেখানে যাচ্ছিলেন। এছাড়া রাশিয়ার বিখ্যাত দাতব্য কর্মী এলিজাভেতকা গ্লিনকা যিনি ডাক্তার লিজা নামে সুপরিচিত তিনিও ওই বিমানের আরোহী ছিলেন। ইউক্রেন এবং সিরিয়ায় দাতব্য কাজ এবং মানবাধিকার বিষয়ে কাজ করার জন্য চলতি মাসের শুরুতে তিনি রুশ সরকারের দেয়া পুরস্কার লাভ করেন।সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বিবিসি
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ