
ঢাকা: বিমান দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাতে হলো ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব চ্যাপেকোয়েন্সের বেশ কয়েকজন খেলোয়াড়কে। মর্মান্তিক এই ঘটনা পুরো ফুটবল বিশ্বকেই যেন স্তব্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সমবেদনা জানিয়েছে ইউরোপের শীর্ষ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাও।
দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা টুর্নামেন্ট কোপা সুদ-আমেরিকার ফাইনালে খেলার জন্য বলিভিয়া থেকে কলম্বিয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন চ্যাপেকোয়েন্সের ফুটবলাররা। কিন্তু ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে বিমানের ৮১ জন যাত্রীর মধ্যে নিহত হয়েছেন ৭৫ জনই। অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন ছয়জন।
মর্মান্তিক এই ঘটনায় শোক জানিয়ে ফিফার সভাপতি ইনফান্তিতো বলেছেন, এমন বিয়োগান্তব ঘটনা বিশ্বাস করা কঠিন, মেনে নেয়া কঠিন, কষ্ট হচ্ছে সেসব ফুটবলারের জন্য যারা ওই অভিশপ্ত বিমানটিতে ছিল, তাদের পরিবারের জন্য হৃদয় ভেঙে যাচ্ছে। বিশ্বাস করাটা অসম্ভব…। ফিফার পক্ষ থেকে চ্যাপেকোয়েন্সের সমর্থকদের জানাচ্ছি গভীর সমবেদনা।
ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে শোক প্রকাশ করে লেখা হয়েছে, মর্মান্তিক বিমান দুর্ঘটনার শিকার হওয়া ব্রাজিলিয়ান ক্লাব চ্যাপেকোয়েন্সের জন্য গভীরভাবে দুঃখপ্রকাশ করছে রিয়াল মাদ্রিদ। নিহতদের বন্ধু ও পরিবারের প্রতিও জানাচ্ছে সমবেদনা।
স্পেনের আরেক শীর্ষ ক্লাব বার্সেলোনাও এক টুইটার বার্তায় জানিয়েছে, কলম্বিয়ায় চ্যাপেকোয়েন্স ট্র্যাজেডির শিকার প্রত্যেকের পরিবারের প্রতি জানাচ্ছি সমর্থন ও সংহতি।
এছাড়া চ্যাপেকোয়েন্সের জন্য সমবেদনা জানিয়ে টুইট করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ, পিএসজি, ম্যানইউ, ম্যানসিটি, চেলসির মতো ক্লাবগুলো। বিভিন্ন জনের প্রতিক্রিয়া এটা ফুটবলের জন্য খুবই খারাপ একটা দিন। এই কঠিন সময়ে আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তাদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আজ পুরো বিশ্ব কাঁদছে, কিন্তু চ্যাম্পিয়নদের গ্রহণ করতে পেরে স্বর্গ আজ হাসছে। সেসব চ্যাম্পিয়ন ও তাদের পরিবারের সবার প্রতি আমার শোক ও শ্রদ্ধা রইল-ব্রাজিল জাতীয় ফুটবল দলের অধিনায়ক নেইমার।
সকালে উঠেই খারাপ এই খবরটি শুনলাম। নিহত ও তাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করছি-ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক ওয়েন রুনি।
মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করছি। এই প্লেনে আমিও চড়েছিলাম। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় গোটা ফুটবলবিশ্ব আহত। নিহতদের পবিরারের প্রতি শোক প্রকাশ করছি-স্পেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াস।
সবাই আমরা একই হৃদয়ের। ফ্লেমিঙ্গোর ও তার সমর্থকরা সবাই তোমাদের সঙ্গে আছে-ফ্লেমিঙ্গো, ব্রাজিলিয়ান ক্লাব।
আজ আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা আর শ্রদ্ধা সেসব মানুষের জন্য, যারা মর্মান্তিক এই দুর্ঘটনায় তাদের প্রিয়জনদের হারিয়েছেন-ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম।
ভয়াবহ এই ট্র্যাজেডির শিকার প্রত্যেকের পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি। আমরা সত্যিই হতবাক হয়ে গেছি-স্পেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক সার্জিও রামোস।
চ্যাপেকোয়েন্স দলটির অধিনায়ক ছিলেন ক্লেবার সানতানা। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত খেলেছিলেন স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে। তার সতীর্থ ছিলেন সার্জিও আগুয়েরো, ডেভিড ডি গিয়ারা। ম্যানইউর গোলরক্ষক ডি গিয়া সাবেক সতীর্থকে এভাবে চলে যেতে দেখে বিমর্ষ, ‘সানতানার সঙ্গে একসময় আমি ড্রেসিংরুম শেয়ার করেছি। কেমন লাগছে বোঝানো কঠিন।’
গ্রন্থনা ও সম্পাদনা: জাবেদ চৌধুরী