
আবুজা: নাইজেরিয়ার বিমান হামলায় দেশটির জঙ্গিগোষ্ঠী বোকো হারামের জ্যেষ্ঠ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে বিমান বাহিনী। এছাড়া এই হামলার ফলে সংগঠনটির বিতর্কিত নেতা আবুবকর শেকাউ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার নাইজেরিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সামবিসা বনের ভিতরে গত শুক্রবার বোকো হারামের উপর বিমান হামলা করা হয়।
সামরিক বাহিনীর মুখপাত্র কর্ণেল সানি কুকাশেকা ওসমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, জঙ্গি গোষ্ঠীটির তথাকথিত নেতা আবুবকর শেকাউ তার কাঁধে মারাত্মক আঘাত পেয়েছেন।’ তবে তিনি এই তথ্যের উৎসের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
অবশ্য এর আগেও বিভিন্ন সময় সামরিক বাহিনী শেকাউর মৃত্যুর খবর জানিয়েছিল। কিন্তু পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে হাজির হয়ে তিনি তাদের দাবিকে মিথ্যা প্রমাণিত করেন। অবশ্য তার আহত হওয়ার বর্তমান এই খবরে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানায়নি বোকো হারাম।
ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে সাত বছর আগে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যে বোকো হারামের উৎপত্তি হয়। সশস্ত্র গোষ্ঠীটির হামলায় এই পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রতিবেদন: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ