
ঢাকা: ভারত ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সাথে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম কখনো শেষ হওয়ার নয়। যখনি সংবাদমাধ্যমগুলো তাদের প্রেমের ইতি টেনে দেন, তখনই নতুন কোন ঘটনার কারণে আবার সামনে চলে আসেন তারা। এবার তো বিমানবন্দরে কোহলিকে জড়িয়ে ধরে চুমু খেলেন আনুশকা!
‘এসময় গাড়িতে আনুশকাকে জড়িয়ে ধরে চুম্বনরত অবস্থায় দেখা যায় কোহলিকে’
সুলতান ছবির শুটিং এর জন্য হাঙ্গেরির উদ্দেশ্যে যাত্রা করার আগে বিমানবন্দরে আনুশকাকে বিদায় জানাতে যান কোহলি। এসময় গাড়িতে আনুশকাকে জড়িয়ে ধরে চুম্বনরত অবস্থায় দেখা যায় ক্রিকেট মাঠের এই অ্যাংরিম্যানকে।
কিছুদিন আগে গভীর রাতে একসঙ্গে একটি হোটেল থেকে বের হন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। আলোচনা শুরু হয়, তাদের সম্পর্কের বরফ তাহলে গলতে শুরু করেছে। কিন্তু ওই রাতের পর আর অনেকদিন একসঙ্গে দেখা যায়নি আলোচিত এ জুটিকে।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস