
ঢাকা: শুল্ক গোয়েন্দারা রাজধানীর বারিধারা থেকে চারটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন। অবৈধ গাড়ির সন্ধানে অভিযানে গত কয়েক মাসে বেশকিছু বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান জানান, রোববার বিকালে বারিধারার জে ব্লক থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িগুলো জব্দ করা হয়।
গাড়ি চারটির মধ্যে দুটো সিডান ও দুটো জিপ। সিডান গাড়িগুলো হল অডিএ৫, মার্সিডিজ ই২৪০। দুটো জিপের একটি মার্সিডিজি এমএল৩৫০, অন্যটি বিএমডব্লিউ এক্স৫।
‘আমাদের চলমান বিশেষ অভিযানের কারণে গাড়ি চারটি মালিকরা ফেলে রেখে গিয়েছিল। গাড়িগুলোর মধ্যে মার্সিডিজ জিপে অন্য একটি গাড়ির নম্বর প্লেট যুক্ত ছিল। অন্যগুলোতে কোনো নম্বর প্লেট ছিল না। আটক গাড়ি চারটির শুল্কসহ দাম প্রায় ১০ কোটি টাকা। গাড়িগুলো স্বদেশ মটরসের তত্ত্বাবধানে ছিল বলে জানান শুল্ক গোয়েন্দা গাজ্জালী।’
তিনি আরো বলেন ‘প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, মেরামতের নাম করে এগুলো গ্যারেজে রাখা হয়। কিন্তু কেউ পরে নিতে আসেনি।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই