
ডেস্ক: দরিদ্র মানুষের সাহায্যে এক লাখ মুরগি দান করতে চান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার সমাজসেবী বিল গেটস।
পশ্চিম আফ্রিকার দেশগুলোতে দরিদ্র পরিবারে মুরগি প্রতিপালনের হার ৫ শতাংশ থেকে ৩০ শতাংশে বাড়াতে চাইছেন তিনি।
বিল গেটস মনে করেন, মুরগি প্রতিপালন করে দরিদ্র পরিবারগুলো ভাগ্য পরিবর্তন ঘটাতে পারবে। এবং পরিবারে নারীদের অবস্থান আরো দৃঢ় হবে।
বিশ্বের শীর্ষ এই ধনী বলেন, ‘বিনিয়োগ হিসেবে মুরগি খুবই ভালো কারণ তাদের দ্রুত বংশবৃদ্ধি ঘটে।’
বিল গেটসের গবেষণা বলছে, বছরের গোড়াতে একটি পরিবার ১০টি মুরগি দিয়ে বিনিয়োগ শুরু করে বছরের শেষে প্রায় ১০০০ ডলার পরিমান অর্থ আয় করতে পারে।
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় টানা তৃতীয়বারের মতো প্রথম স্থানটি থেকে গেল তার দখলে। সূত্র-বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/জাই