
ঢাকা: বিশ্বকাপ পুরুষ কাবাডিতে অংশ নিতে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হচ্ছে আগামী সপ্তাহে। প্রাথমিক স্কোয়াডে ২০ জনকে ডেকেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। পরবর্তীতে ছয় জনকে ছেটে ১৪ সদস্যে রূপ দেয়া হবে জাতীয় পুরুষ কাবাডি দলকে। চূড়ান্তভাবে ১২জনকে নির্বাচিত করে অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ কাবাডিতে পাঠানো হবে।
প্রাথমিক দলে ডাক পাওয়া সদস্যরা হলেন, সেনাবাহিনীর আবুল কালাম আজাদ, রুহুল আমিন, রোমান হোসেন ও আনোয়ার হোসেন, নৌবাহিনীর জিয়াউর রহমান, তানজিল হোসেন, ফেরদৌস শেখ, আরদুজ্জামান ও তুহিন তালুকদার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জাকির হোসেন, সবুজ মিয়া, ইশতিয়াক আহমেদ ও জাহাঙ্গীর আলম, বিমান বাহিনীর এসএম আল মামুন ও সোলায়মান কবির, পুলিশের জুয়েল শিকদার, রোমানুজ্জামান ও ফয়সাল আহমেদ এবং জেলের সাজেদ হোসেন ও ফায়ার সার্ভিসের জুয়েল মন্ডল।
২০০৪ ও ’০৭ সালে বিশ্বকাপ পুরুষ কাবাডিতে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ। এবারও সেই পদক জয়ের ধারাবাহিকতায় অংশ নেবেন আরদুজ্জামানরা। সে লক্ষ্যে দলকে নিবিড় অনুশীলন করাতে খুব শিগগিরই ভারতীয় কোচ ঢাকায় আসছেন বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।
- গোজোরিউ কারাতে :
এশিয়া প্যাসিফিক ও পঞ্চম এশিয়ান গোজোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে দু’টি পদক জিতেছে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরের চেরাস ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ক্যাডেট বিভাগে তাকশিমুজ্জামান মাইনাস ৬৭ কেজিতে রুপা এবং সিনয়র মহিলা বিভাগে শেহনুমা আফরিন মাইনাস ৬৫ কেজিতে ব্রোঞ্জপদক জেতেন।
এশিয়ার ২০টি দেশ অংশ নেয় টুর্নামেন্টে। এছাড়া এশিয়ান গোজোরিউ কারাতের কংগ্রেসে বাংলাদেশের খালেদ মনসুর চৌধুরী এশিয়ান গোজোরিউ কারাতে ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং দক্ষিন এশিয়ান গোজোরিউ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক নির্বাচিত হন।
প্রকাশ: তুসা