
আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রায় ৩৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে সাত লাখের বেশি মানুষ। এদের মধ্যে সুস্থ হয়েছ বাড়ি ফিরেছেন প্রায় দেড় লাখ।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ হাজার ৯০৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে সাত লাখ ২০ হাজার ১৮৭ জন।
করোনায় মৃত্যু হু হু করেই বেড়েই চলছে। ভাইরাসটিতে ১৯৯টি দেশ ও অঞ্চলের মানুষ আক্রান্ত হয়েছে। আক্রান্ত দেশগুলোর মধ্যে ইতালি ও স্পেনের অবস্থা খুবই ভয়াবহ।
ইতালি ও স্পেনে প্রতিদিন শত শত মানুষ করোনার থাবায় হয়ে মারা যাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ইরানসহ আরও কয়েকটি দেশের অবস্থাও খারাপ।
ইতালিতে ভাইরাসটি প্রাণ কেড়েছে দশ হাজার ৭৭৯ জনের। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে স্পেনে ৬ হাজার ৮০৩ জন। তৃতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে চীনে ৩ হাজার ১৮২ জন এবং চতুর্থ সর্বোচ্চ মানুষ মারা গেছে ইরানে দুই হাজার ৬৪০ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪২ হাজার জন। এরপরে ইতালিতে আক্রান্ত ৯৭ হাজার ৬৮৯ জন।