
ঢাকা: দেশের বিশ্ববিদ্যালগুলোতে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। শিক্ষার্থী ও শিক্ষকদের জঙ্গি সম্পৃক্ততা থেকে দূরে রাখতে এ সুপারিশ করা হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শওকত আলী বৈঠকে সভাপতিত্বে কমিটির সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, আবদুর রউফ এবং অ্যাডভোকেট নাভানা আক্তার বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত আলী সাংবাদিকদের জানান, সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে শওকত আলী বলেন, ‘ইউজিসি তাদের পদক্ষেপের কথা জানিয়েছে। কমিটি বলেছে, মনিটরিং আরো জোরদার করতে হবে। শুরু থেকে যদি মনিটরিং জোরদার হতো তবে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।’
ইউজিসির দেয়া এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ/সন্ত্রাসবিরোধী কার্যক্রম রোধে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ ও শিক্ষার্থী ভর্তির পূর্ণাঙ্গ তথ্য যাচাই, মনিটরিং সেল গঠন, জঙ্গিবাদ নির্মূল সভা, মানববন্ধন, র্যালি, অনুপস্থিত শিক্ষার্থীদের শনাক্তকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে মনিটরিং কমিটি গঠন করেছে।
প্রতিবেদন-ময়ূখ ইসলাম, সম্পাদনা-জাহিদুল ইসলাম