Monday, July 4th, 2022
বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা: রাষ্ট্রপতির অভিপ্রায়
November 18th, 2016 at 9:22 pm
বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা: রাষ্ট্রপতির অভিপ্রায়

ঢাকা: আগামী বছর থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা  চালু করতে যাচ্ছে সরকার। যদিও শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি এর আগেও উদ্যোগ নিয়েছিলো কিন্তু তা বাস্তবায়ন হয়নি। তবে এবার সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার জন্য ‘অভিপ্রায়’ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিজেই।

গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্যদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। এরপর ১৪ নভেম্বর ইউসিজির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। সেখানেও রাষ্ট্রপতি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার পরামর্শ দেন।

এর পর মঙ্গলবার ইউজিসির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠানো হয়। যাতে রাষ্ট্রপতির নির্দেশেই বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে ব্যবস্থা গ্রহণে যথাযথ উদ্যোগ নিতে বলা হয়।

এ প্রসঙ্গে অধ্যাপক আবদুল মান্নান নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য রাষ্ট্রপতি অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি খুব তাড়াতাড়ি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসবেন। আমরা এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

প্রতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আলাদাভাবে হয়ে আসছে। এতে করে ভর্তিচ্ছুদের ভর্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সারাদেশে বিভিন্ন প্রান্ত ঘুরে পরীক্ষা দিতে হচ্ছে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ একই দিনে দিয়ে থাকে। এতে করে একজন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার আবেদন করে সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশও নিতে পারেন না।

university

এর আগে কয়েকবার শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি মেডিকেল কলেজের মতো করে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিলেও, তা সফল হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনীহার কারণে ওই উদ্যোগ আলোর মুখ দেখেনি।

গত ২৩ আগস্ট বার্ষিক শিক্ষা জরিপ তথ্যছক চূড়ান্তকরণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি চালুর উদ্যোগকে ছোট বিশ্ববিদ্যালয়গুলো স্বাগত জানালেও কোনো সাড়া দেয়নি বড় বিশ্ববিদ্যালয়গুলো। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো উদ্যোগ নিলে সব ধরনের সমর্থন দেওয়া হবে।’

চলতি বছর ভর্তি যুদ্ধে অংশ নিয়া শিক্ষার্থীরা জানান, খুব কাছাকাছি সময়ে একেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ছুটতে হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ভর্তি ফরম কিনতেও খরচ হয়েছে প্রচুর। এছাড়া পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতেও প্রচুর টাকা খরচ হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মেডিক্যাল কলেজগুলোর মতো একটি সমন্বিত ভর্তি পরীক্ষা নিতো, তাহলে এত ভোগান্তিতে পড়তে হতো না।

প্রতিবেদন: ময়ূখ ইসলাম, সম্পাদনা: ইয়াসিন


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার

ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার