
ঢাকা: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে শেখ হাসিনার প্রশংসা করছেন, এটিই আওয়ামী লীগের অর্জন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নাসিম বলেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে রূপ নিয়েছে। তার আপোসহীন নেতৃত্বের কারণেই দেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছেছে। আজকের আওয়ামী লীগ অনেক চড়াই-উতরাই পেরিয়ে এ জায়গায় এসেছে। শেখ হাসিনার নেতৃত্বে দল আজ আরো সংঘবদ্ধ। আরো বেশি শক্তিশালী। বাংলাদেশ এখন বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মিথ্যা অভিযোগে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক অর্থায়ন প্রত্যাহার করে নিলেও, সেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও বাংলাদেশে এসে উন্নয়নের প্রশংসা করছেন। প্রশংসা করছেন উন্নয়নের কারিগর শেখ হাসিনার। এটিই আওয়ামী লীগের অর্জন।”
উল্লেখ্য, শনিবার সকালে বর্ণাঢ্য আয়োজনে দলের ২০তম সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা তোলার পর পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের