
ঢাকা: শুল্ক মুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের ১৬টি গাড়িসহ পাসবুক তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ বুধবার এ জন্য এক চিঠির মাধ্যমে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে। খবরটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা মহাপরিচালক ড. মইনুল খান।
জানা গেছে, শুল্ক গোয়েন্দা বিভাগের চিঠিতে ১৬টি গাড়ির নম্বর ও ব্র্যান্ডসহ বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এগুলো কোথায় কি অবস্থায় আছে তা জানতে চেয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ৭ দিনের মধ্যে তা না জানালে দেশের প্রচলিত আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
সূত্র জানায়, শুল্ক মুক্ত সুবিধায় এই ১৬টি গাড়ি যাদের নামে কেনা হয়েছে তারা বিক্রি করে দিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন বলে শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে তথ্য রয়েছে। এ কারণে বাংলাদেশের বিশ্ব ব্যাংক মিশনের প্রধানকে দায়ী করার সুযোগ রয়েছে প্রচলিত আইনে।
নিয়ম অনুযায়ী, শুল্কমুক্ত সুবিধায় কেনা গাড়ি বিক্রি করা যাবে না। কেউ তা ব্যবহারে অপরাগতা দেখালে সরকারকে ফিরিয়ে দেয়ার শর্ত রয়েছে। আর যদি বিক্রি করতেই হয় তাহলেও সরকারকে জানাতে হবে। সেক্ষেত্রে গাড়ির নতুন ক্রেতা শুল্কমুক্ত কোনো সুবিধা পাবেন না। তাকে শুল্কসহ যাবতীয় সবকিছু পরিশোধ করতে হবে।
প্রতেবেদক: আবীর রায়হান, সম্পাদনা: জাবেদ