
ঢাকা: সরকারের যুগোপযোগী পদক্ষেপের কারণে আইসিটি খাত এখন লাভজনক ইন্ড্রাস্ট্রিতে পরিণত হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিশ্বের আইসিটি সেক্টরে বাংলাদেশ নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলায়তনে ‘স্পেস অ্যাপস প্রজেক্ট অ্যাক্সিলেটর’ শীর্ষক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক মেধাসম্পন্ন, দক্ষ তরুণ তরুণী রয়েছে। ইতোমধ্যেই তারা বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেধার পরিচয় দিয়েছে। এসব তরুণদের দরকার সব ধরণের সার্পোট। তাদের পলিসি তৈরি করে দিতে হবে। তাদের একটা পলিসি তৈরি করে দেয়াটাই হবে বিলিয়ন ডলারের কাজ।
এই প্রজেক্টের একাডেমিক পার্টনার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান বলেন, ইতিমধ্যেই ডেফোডিলে আমরা এই প্রজেক্টের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়েছি, যেখানে থাকছে একটি আধুনিক ল্যাব। এই ল্যাবে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের পাঁচজনসহ আরো কয়েকজন লোকাল মেন্টর ছাড়াও থাকছে নাসার নির্ধারিত মেন্টরগণ।
এই কার্যক্রমে যারা প্রকল্প যুক্ত করতে আগ্রহী আগামী ৩১ আগস্ট ২০১৬’র মধ্যে স্পেস অ্যাপস বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট spaceappsbd.org এই ঠিকানায় নিবন্ধন করতে হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
বেসিসের সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ছিলেন বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান, জ্যেষ্ঠ সহ সভাপতি রাসেল টি আহমেদ।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই