
জেনেভা: প্রায় দুই দশক ধরে নির্মাণকাজ চলার পরে বিশ্বের দীর্ঘ এবং গভীরতম রেল সুড়ঙ্গ বুধবার আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ডে খুলে দেয়া হয়েছে। সুইস প্রেসিডেন্ট ইউহান স্নেইডার-আম্মান সুড়ঙ্গটির উদ্বোধন করেন।
৫৭ কিলোমিটার দীর্ঘ গোটহার্ড সুড়ঙ্গ সুইস আল্পস পর্বতের নীচে উত্তর ও দক্ষিণ ইউরোপের মধ্যে দ্রুত গতির রেল যোগাযোগ স্থাপন করল। ফলে নেদারল্যান্ডসের বন্দর নগরী রটারডাম থেকে ইতালির জেনোয়া পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ তৈরি হলো।
সুইস প্রেসিডেন্ট জানান, সুড়ঙ্গটি ইউরোপে মাল পরিবহনের ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব ঘটাবে। বর্তমানে লাখ লাখ লরির মাধ্যমে পণ্য পরিবহন করা হয়।
ডিসেম্বরে গোটহার্ড সুড়ঙ্গটি পুরোপুরি চালু হবে। এর ফলে সুইজারল্যান্ডের জুরিখ থেকে ইতালির মিলান পর্যন্ত ভ্রমণের সময় বর্তমানের চেয়ে এক ঘণ্টা কমে যাবে।
আনুষ্ঠানিক উদ্বোধনের পরে সুড়ঙ্গের উত্তর মুখের স্টেশন থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায়। উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ, ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান কার্ন উপস্থিত ছিলেন।
এছাড়া মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মীয় যাজকদের সুড়ঙ্গে নিয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।
এর আগে ৫৩.৯ কিলোমিটার দৈর্ঘ্যের জাপানের সেইকান সুড়ঙ্গ বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ ছিল। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই