
লন্ডন: বর্তমান বিশ্বে সুপার পাওয়ার হিসেবে আমেরিকার নাম উল্লেখ করা যেতে পারে। কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিধর পাসপোর্টের তালিকার শীর্ষে তাদের অবস্থান নেই। এক্ষেত্রে জার্মানি বিশ্বের সবচেয়ে শক্তিধর পাসপোর্টের তকমা পেয়েছে।
সবচেয়ে কম ক্ষমতার পাসপোর্ট হচ্ছে আফগানিস্তানের। এক্ষেত্রে তাদের র্যাংকিং ১০৪ নম্বরে। দেশটির নাগরিকরা আফগান পাসপোর্ট নিয়ে ২৫ টি দেশে ভিসামুক্ত ভ্রমণের অনুমতি পান। আফগানিস্তানের এক ধাপ উপরে অর্থাৎ ১০৩ নম্বরে পাকিস্তানের অবস্থান। পাকিস্তানিরা ভিসা ছাড়া ২৯টি দেশে যেতে পারেন
২০১৬ সালের ভিসা রেস্ট্রিশন ইনডেক্স অনুযায়ী, জার্মান পাসপোর্টধারী নাগরিকরা বিশ্বের ২১৮টি দেশের মধ্যে ১৭৭টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন।
লন্ডনভিত্তিক কনসাল্টিং প্রতিষ্ঠান হেনলে অ্যান্ড পার্টনারস এবং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এই তালিকা প্রকাশ করে।
কোন কোন দেশের নাগরিকরা বিশ্বের বিভিন্ন দেশে অবাধে এবং ঝামেলামুক্ত হয়ে ইমিগ্রেশনের লাল ফিতার বাধা অতিক্রম করতে পারেন তা পর্যালোচনা করে এই তালিকাটি তৈরি করা হয়েছে।
এই তালিকার ভিত্তিতে বিশ্বের শক্তিধর পাসপোর্টধারী দেশের শীর্ষস্থানে রয়েছে জার্মানি। দ্বিতীয় অবস্থানে সুইডেন। সুইডিশ পাসপোর্টধারীরা ১৭৬ টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন।
ফিনল্যান্ড, ফ্রান্স, ইটালি, স্পেন এবং যুক্তরাজ্য তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।
২০১৪ এবং ১৫ সালে তালিকার শীর্ষে অবস্থান করলেও ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের অবস্থানের অবনতি ঘটে। তারা বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ডেনমার্কের সঙ্গে চতুর্থ অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীরা বিশ্বের ১৭৪টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন।
এশিয়ার দেশ জাপান এবং দক্ষিণ কোরিয়া বিগত দুই বছর তৃতীয় অবস্থানে থাকলেও বর্তমানে তারা যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে আছে।
এদিকে বাংলাদেশ, কঙ্গো, লেবানন এবং শ্রীলংকার পাসপোর্ট তালিকার ৯৬তম অবস্থানে আছে। এই দেশগুলির নাগরিকরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন।
সবচেয়ে কম ক্ষমতার পাসপোর্ট হচ্ছে আফগানিস্তানের। এক্ষেত্রে তাদের র্যাংকিং ১০৪ নম্বরে। দেশটির নাগরিকরা আফগান পাসপোর্ট নিয়ে ২৫ টি দেশে ভিসামুক্ত ভ্রমণের অনুমতি পান। আফগানিস্তানের এক ধাপ উপরে অর্থাৎ ১০৩ নম্বরে পাকিস্তানের অবস্থান। পাকিস্তানিরা ভিসা ছাড়া ২৯টি দেশে যেতে পারেন। সূত্র: সিএনএন, মেইল অনলাইন
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই