
গাজীপুর: মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি, আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করে করা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৪তম বিশ্ব ইজতেমার একাংশ। শনিবার সকাল ১০টা ৪২ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত শেষ হয় বেলা ১১টা ৬ মিনিটে।
এই মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মুহাম্মদ জোবায়ের।
মোনাজাতে অংশ নিতে সকালে থেকেই ঢাকার চারপাশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মুসল্লি পায়ে হেঁটেই টঙ্গীর বিশ্ব ইজতেমাস্থলে পৌঁছান। সকাল ৯টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেন। মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ আশপাশের এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণিবিতান, অফিস বন্ধ ছিল।
গাজীপুরের পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান নিউজনেক্সটবিডিকে জানান, রাত ১২টার মধ্যে পুরো মাঠ খালি করে পুলিশ এর নিয়ন্ত্রণ নেবে। তার আগেই জুবায়েরপন্থীদের মাঠ ছাড়তে বলা হয়েছে। পরে সাদপন্থীদের মাঠ বুঝিয়ে দেওয়া হবে। সাদপন্থীরা রোববার সকাল ৭টার পর মাঠে প্রবেশ করবেন।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে আর