Sunday, June 12th, 2016
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
June 12th, 2016 at 12:25 pm
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

ডেস্ক: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ১২ জুন রোববার। শিশু অধিকার সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২০০২ সাল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রতিবছর দিবসটি পালন করে আসছে। ‘উৎপাদন থেকে পণ্য ভোগ, শিশু শ্রম বন্ধ হোক’ এই প্রতিপাদ্য নিয়ে এবার বাংলাদেশসহ বিশ্বের ৮০টি দেশ দিবসটি পালন কো হচ্ছে দিবসটি।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ১৩টি শিশু অধিকার সংগঠনের নেটওয়ার্ক ‘অ্যালায়েন্স এগেইনস্ট চাইল্ড লেবার (এসিএল) রোববার ছায়ানট মিলনায়তনে আলোচনা সভা এবং শ্রমজীবী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

এছাড়া রাজধানীর সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ শ্রমজীবী শিশুদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে। এ চিত্রাংকন প্রতিযোগিতায় দেড়শ  শ্রমজীবী শিশু অংশ নেবে। এছাড়া শ্রমজীবী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিশ্বে প্রায় ১৬ কোটি ৮০ লাখ শিশু নানাভাবে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। এদের মধ্যে প্রায় সাড়ে ৮ কোটি শিশু নানারকম ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

‘জাতীয় শিশু শ্রম জরিপ-২০১৩’ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় ৩৪ লাখ ৫০ হাজার শিশু কোন না কোন শ্রমে নিয়োজিত।

২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন লক্ষ্যমাত্রা অর্জনে বদ্ধপরিকর সরকার। ২০১৬ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন নির্ধারণ করেছিল সরকার। কিন্তু আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তা অর্জন সম্ভব হয়নি। আইন দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়।

এজন্য প্রয়োজন ব্যাপক সচেতনতা। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে কাজ করলে শিশুদের এই ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে আনা সম্ভব। শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘শিশুশ্রম নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে সোশ্যাল এন্ড ইকোনোমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ), নবলোক, কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভলপমেন্ট (সিপিডি), অপরাজেয় বাংলাদেশ ও ভলানট্যারি এসোসিয়েশন ফর ফ্যামেলি ওয়েলফেয়ার এন্ড সোসাল ডেভলপমেন্ট (ভাফুসড) এবং সহায়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।

নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই

 


সর্বশেষ

আরও খবর

মহামারী, পাকস্থলির লকডাউন ও সহমতযন্ত্রের নরভোজ

মহামারী, পাকস্থলির লকডাউন ও সহমতযন্ত্রের নরভোজ


করোনায় আরও ৩৯ মৃত্যু

করোনায় আরও ৩৯ মৃত্যু


করোনায় আক্রান্ত শচীন

করোনায় আক্রান্ত শচীন


শুক্র ও শনিবার যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

শুক্র ও শনিবার যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে


মতিঝিলে মোদিবিরোধী বিক্ষোভ, শিশুবক্তা রফিকুলসহ অন্তত ১০ জন আটক

মতিঝিলে মোদিবিরোধী বিক্ষোভ, শিশুবক্তা রফিকুলসহ অন্তত ১০ জন আটক


৮ মাস পর দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ ৩৫৫৪ শনাক্ত

৮ মাস পর দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ ৩৫৫৪ শনাক্ত


শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে ১৪ জঙ্গিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড

শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে ১৪ জঙ্গিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড


শবে বরাতের ছুটি ৩০ মার্চ

শবে বরাতের ছুটি ৩০ মার্চ


গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন বঙ্গবন্ধু

গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন বঙ্গবন্ধু


করোনায় আক্রান্ত ইমরান খান

করোনায় আক্রান্ত ইমরান খান