
ঢাকা: ‘বিশ্ব সঙ্গীত দিবস’ উপলক্ষ্যে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী বিশেষ সঙ্গীত উৎসব।
২১ শে জুন প্রথম দিনে দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় ফরাসি ভাষার ছাত্র-ছাত্রী এবং ইকোল- দো- মিউজিক এর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একক ও দ্বৈতসঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা, ইংরেজি এবং ফরাসি ভাষায় পরিবেশিত একক ও দলীয় সঙ্গীতের পাশাপাশি পিয়ানো, গিটার আর ভায়োলিন এর মনোমুগ্ধকর সুর মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত শ্রোতারা।
বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানে একাধিক তরুণ ব্যান্ডদল সঙ্গীত পরিবেশন করবে। অনুষ্ঠানের বাড়তি আকর্ষন হিসেবে থাকছে মনসরনী ব্যান্ডের সঙ্গীত পরিবেশন।
‘বিশ্ব সঙ্গীত দিবস’ প্রথম উদযাপন শুরু হয় ১৯৮২ সালে, ফ্রান্সে। ১৯৮১ সালে তৎকালীন ফরাসি সংস্কৃতি মন্ত্রী এই দিনটি পালনের উদ্যোগ নেন। পরবর্তীকালে প্রতি বছর ২১শে জুন বিশ্বের একশ’রও বেশি দেশে ‘বিশ্ব সঙ্গীত দিবস’ উদযাপিত হয়ে আসছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই