বিসিবির নিরাপত্তা প্রধান মারা গেছেন

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব) হোসেন ইমাম মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় তার বয়স হয়েছিল ৬১ বছর।
কিছুদিন আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হোসেন ইমাম। আগেও এক দফায় হার্ট অ্যাটাক হয়েছিল তার।
২০১৩ সালে বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে যোগ দেন হোসেন ইমাম। দেশের মাটিতে বিভিন্ন ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা তত্ত্বাবধান করেছেন তিনি। পাশাপাশি গত বছর আয়ারল্যান্ড সফরে এবং এ বছর পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি।