
ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিড়ি শ্রমিকদের অধিকার যেন ক্ষুন্ন না হয়।’ প্রয়োজনে তাদের বিকল্প পেশায় ব্যবস্থা করার কথাও ভাবতে বলেছেন মন্ত্রী। একইসঙ্গে তিনি বলেছেন, ‘ধূমপান নিরুৎসাহিত করতেই প্রস্তাবিত বাজেটে তামাকপণ্যে শুল্কবৃদ্ধিরপ্রস্তাব রয়েছে।’
রাজধানীর তোপখানা রোডের সিরডাপ সেমিনার হলে রোববার বেসরকারি সংস্থা গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) আয়োজিত‘জাতীয় বাজেট ২০১৬-১৭ : বিড়ি-শ্রমিক ও বিড়ি-শিল্প’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘ধূমপানমুক্ত বাংলাদেশ গড়তে উপযুক্ত শুল্কনীতির বিকল্প নেই। তবে এ বিষয়ে বিড়ি ও সিগারেটের মধ্যে বৈষম্যঅনুচিত।’
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন আরডিসি’রচেয়ারপার্সন অধ্যাপক ড. মেসবাহ কামাল। তিনি বিড়ি-শ্রমিকদের দুঃখ-দুর্দশা ও সিগারেটের তুলনায় বিড়ির ওপর অধিক শুল্ক ধার্যেরবিষয়গুলো তুলে ধরেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে