
বরিশাল: জেলার আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামে উৎপল মন্ডল (৩৮) নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। সোমবার মধ্যরাতে বিয়ের আসর থেকে তাকে আটক করে আগৈলঝাড়া থানা পুলিশ্।
আটক উৎপল গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার বিজপাই গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে।
আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, উৎপল নিজেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই পরিচয় দিয়ে বাশাইল গ্রামের এক কলেজ শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ে প্রস্তাবে রাজি হলে সোমবার রাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে বাড়িতে কথা বলার একপর্যায়ে স্থানীয় এক ব্যাক্তি উৎপলের কাছে পিবিআই-এর পূর্ণাঙ্গ অর্থ জানতে চান। উৎপল তা বলতে না পারায় স্থানীয়দের সন্দেহ হয়।
পরে স্থানীয়রা তাকে মারা শুরু করলে প্রতারণার বিষয়টি স্বীকার করে উৎপল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উৎপলকে আটক করে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করলে সেখান থেকে জেলহাজতে পাঠানো হয়ে উৎপলকে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/আইকে/এসকেএস