
মুম্বাই: বিয়ের প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয় বলিউডের ‘দ্যা মোস্ট এলিজেবল ব্যাচেলার’ সালমান খানকে। আর তার বিয়ের বিষয়ে গুজবও তো কম ডাল-পালা মেলেনি। আবার এ নিয়ে মজা করার সঙ্গে রহস্যও কম করেন না দাবাং খান।
অনেক রহস্যের পরই তো টুইটারে ভক্তদের জানিয়েছেন, রোমনিয়ার সুন্দরী লুলিয়া ভান্তুরকে বিয়ে করছেন না তিনি। সে যাই হোক, সম্প্রতি সোহেল খান পরিচালিত ‘ফ্রেকি আলি’ চলচ্চিত্রের ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে আবারো বিয়ের প্রশ্নের মুখোমুখি হন সল্লু মিয়া।
জবাবে বজরঙ্গি ভাইজান সালমান বলেন, ‘যৌনতা আর বিয়ে এর কোনোটাই এখনো আমার ভাগ্যে জোটেনি।’ বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন তিনি। তার এই কথার পর নিন্দুকরা সম্ভবত মুখ টিপে হাসছেন।
‘ফ্রেকি আলি’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে কাজ করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং এমি জ্যাকসন। এতে আরো দেখা যাবে আরবাজ খানকে। ৯ সেপ্টেম্বর পর্দা কাঁপাবে ছবিটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই