বিয়ে করলেন আরজে নিরব

ঢাকা: বিয়ে করলেন আরজে নিরব। অভিনেত্রী লিজার সঙ্গে প্রায় দেড় বছরের সম্পর্কে নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভালো হওয়ায় অবশেষে দু’জনে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেন বিয়ের।
শুক্রবার রাজধানীর ধানন্ডির একটি রেস্তোরায় সম্পূর্ণ পারিবারিকভাবে বিয়ের কাজ সম্পূর্ণ করেন নিরব। বিয়েতে দুই পরিবার, নিকট আত্মীয় ও কাছের বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
এই নিয়ে লিজা নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো, আমরা কাজের ক্ষেত্রেও একে অপরকে যথেষ্ট সাপোর্ট দেই। আমরা অনেক বুজেসুজেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’ নিরব বলেন, ‘আপাদত আমাদের কাজের ঝামেলা আছে তাই হানিমুনের ব্যাপারটা মাসখানিক পরই চিন্তা করছি। আমরা সবার দোয়া ও ভালোবাসা চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
প্রতিবেদন: নাহিদ ন্যাস