
ডেস্ক : অবশেষে শৈশবের প্রেমিকা ভানিসা মানসিলার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার কার্লোস তেভেজ।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেন্সের কাছাকাছি শহর সান ইসিদ্রোতে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের কাজটি সম্পন্ন কর তেভেজ। ভানিসার সঙ্গে সাদা শার্টের উপর পছন্দের নীল কোর্ট পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এই আর্জেন্টাইন। এ সময় তাদের তিন সন্তান কেটি, লিটো জুনিয়র এবং ফ্লোরেন্সিয়া উপস্থিত ছিল।
১৩ বছর বয়সে ভানিসার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় তেভেজের। একটু একটু করে মন দেয়া-নেয়া। সুদীর্ঘ ক্যারিয়ারে তেভেজকে অনেক ভালো-মন্দ সময় পার করতে হয়েছে। আর এই সময়টাতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পাশে ছিলেন ভানিসা মানসিলা। করিন্থিয়ান্স, ওয়েস্টহাম, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি এবং জুভেন্টাসের খেলার সময় তেভেজের সঙ্গী ছিলেন ভানিসা।
ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০১৫ সালে ঘরোয়া ক্লাব বোকা জুনিয়র্সে ফিরে আসেন তেভেজ। এখন এই ক্লাব ছেড়ে সাংহাই সেনহুয়ায় যোগ দিতে যাচ্ছেন তিনি। তার বড় অঙ্কের ট্রান্সফার নিয়ে বেশ আলোচনা চলছে গনমাধ্যমে। আশা করা হচ্ছে নতুন ক্লাবে আর্জেন্টাইন এই তারকার সাপ্তাহিক বেতন ৬লাখ পাউন্ডেরও বেশি হবে।
সম্পাদনা: জাবেদ চৌধুরী