বীরগঞ্জে ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু

দিনাজপুর: বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামে ভিমরুলের কামড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। মৃতরা হল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামের ইসলামের মেয়ে হাদিসা (৮) ও ফারজানা (৩)।
শনিবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ ইসলামের স্ত্রী রহিমা (৪৫) ও মেয়ে মিমকে (৮ মাস) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সুকুমার রায় জানান, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামের ইসলামের তিন মেয়ে ও স্ত্রীকে ভিমরুল কামড়ালে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করা হলে দুই মেয়ে মারা যায়।
এদিকে অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই