
ঢাকা: ১২ মামলায় হাজিরা দিতে বুধবার ঢাকার নিম্ন আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দারুস সালাম থানাসহ রাজধানীর বিভিন্ন স্থানে হওয়া ৯টি রাজনৈতিক মামলা, নাইকো মামলা, বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা ও একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি হাজিরা দেবেন। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বিএনপি চেয়ারপারসন আদালতে উপস্থিত হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
জানা গেছে, দারুসসালাম থানার নাশকতার ৯ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন খালেদা জিয়া। এসব মামলায় তাকে পলাতক দেখিয়ে চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। অপর তিন মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। দারুসসালাম থানা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। নাইকো দুর্নীতি মামলাটি ঢাকার ৯ নং বিশেষ জজ আদালতে ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলাটি ঢাকার ২নং বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে খালেদা জিয়ার আদালতে যাওয়াকে কেন্দ্র করে নিম্ন আদালতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপির নবগঠিত কমিটি। বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদেরও আদালত প্রাঙ্গণে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ