বুলবুলের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও প্রমান্যচিত্র

ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রয়াত চিত্রনায়ক বুলবুল আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দেশের সকলের প্রিয় মুখ, বাংলার দেবদাস খ্যাত এই নায়কের স্মৃতিকে চিরভাস্বর করে রাখতে প্রতিবারের মতো এবারও তার স্মরণে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শনী করেছে ‘স্বপ্নলোক’।
শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন মঞ্চসারথী আতাউর রহমান, চলচ্চিত্র ব্যক্তিত্ব সোহানুর রহমান সোহান, এফ আই মানিক, নাট্যাভিনেতা ঝুনা চৌধুরী, গাজী রাকায়েত, এস এ হক অলিদ, মোঃ মোস্তফা কামাল রাজ, চয়নিকা চৌধুরী এবং বুলবুল আহমেদ এর সহধর্মিনী ডেইজী আহমেদ।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই