
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ির ধাক্কায় ছলিমউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত মেজার উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছলিম তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামের মৃত পিয়ারউদ্দিন আহাম্মদের ছেলে। গুরুতর আহত অপর বৃদ্ধ মেজার উদ্দিনের বাড়িও একই এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (২০ জুন) দুপুরে ছলিমউদ্দিন ও তার সঙ্গী মেজারউদ্দিন (৫৫) বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য অটোরিক্সা করে ভজনপুর আসছিল। এ সময় বিপরীত দিক থেকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের গাড়িটি অটোরিক্সাটিকে ধাক্কা দিলে যাত্রীরা গুরুতর আহত হয়। গুরুতর আহতদের ইউএনও শেখ মো. বেলায়েত হোসেন তার গাড়িতে করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে ছলিম উদ্দিন ও মেজার উদ্দিনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছলিমউদ্দিনের মৃত্যু হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. বেলায়েত হোসেন দূর্ঘটনার জন্য দু:খ প্রকাশ করে বলেন, উল্টো পথে অটোরিক্সাটি সড়ক ক্রসিং করছিল। এসময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অটো রিক্সাটি উল্টে যায়।
নিউজনেক্সটবিডিডটকম/এলআর/এসকেএস