
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রেমের প্রস্তাব এমন কোনো মানুষের কাছ থেকে আসতে পারে যাকে আপনি সেভাবে গুরুত্ব দেন না। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় মূলধনের ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। দাম্পত্য সমস্যার সমাধান। শিক্ষায় উন্নতির যোগ। পথে আঘাত। যাত্রাযোগে বাধা। শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আশাতীত খবরে আপনার মন আনন্দে ভরে উঠতে পারে। প্রেমে বাধার যোগ। কর্মে উন্নতিতে বাধা আছে। দাম্পত্য সমস্যার সমাধান। উপহার পাওয়া ও দেওয়ার যোগ আছে। বিদেশযাত্রার সুযোগ আসবে। শুভ দিক উত্তর। শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫১
মিথুন: (২২মে – ২১ জুন)
কথার দাম রাখতে গিয়ে বেশ কিছুটা ত্যাগ স্বীকার করতে হতে পারে। কর্মে সফলতা আসতে বাধা পাবে। ব্যবসায় বাধা আছে। প্রেমের সমস্যা সমাধানের যোগ। পরিবারে অশান্তি মিটে যাবে। সন্তানকে নিয়ে চিন্তা কমবে। সম্পত্তি প্রাপ্তিতে বাধার যোগ আছে। যাত্রাযোগে বাধা। অর্থযোগ শুভ। শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
সকালের কিছু ঘটনা আপনার বাকি দিনকে নিয়ন্ত্রণ করবে। কর্মক্ষেত্রে সমস্যার যোগ আছে। ব্যবসায় উন্নতির যোগ। উপহারপ্রাপ্তির যোগ আছে। প্রেমযোগে সফলতা আসবে। যাত্রাযোগ শুভ। শুভ দিক পশ্চিম। শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২১
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আপনার পরিকল্পনায় বাধা হতে পারে পারিপার্শ্বিক অবস্থা। দাম্পত্যযোগ শুভ। ব্যবসায় আর্থিকলাভের যোগ। কর্মে সমস্যার যোগ আছে। শারীরিক সমস্যার যোগ বর্তমান। শিক্ষাযোগ শুভ। বিনোদনের সুযোগ বর্তমান। শুভ দিক দক্ষিণ। শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আপনার মনের ইচ্ছে পূর্ণ করতে সফল হবেন। কর্মে সহকর্মীর বাধা আসতে পারে। ব্যবসায় মিশ্র ফলের যোগ। পরিবারে সমস্যার যোগ আছে। সম্পত্তি ক্রয় নিয়ে সমস্যার যোগ। শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগ শুভ। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৫
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
জোরকদমে এগোতে গিয়ে বাধা পাবেন। প্রেমে বাধামুক্তির যোগ। আর্থিক পাওনা নিয়ে সমস্যা বাড়তে পারে। আর্থিক ক্ষতির যোগ আছে। ব্যবসায় মিশ্র ফল লাভ করবেন। শুভ দিক উত্তর। শুভ রং: লাল, শুভ সংখ্যা : ২০
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
নিজের সতর্কতার কথা মাথায় রেখে কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নিন। ব্যবসায় উন্নতির যোগ আছে। কর্মে সাফল্যের যোগ। প্রেমে বাধামুক্তি। আর্থিক উন্নতির যোগ আছে। বিদেশযাত্রায় বাধা আসবে। শুভ দিক পশ্চিম। শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৮
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
উপহার হিসেবে পোশাক বা ফুল পেতে পারেন। প্রেমের প্রস্তাবের যোগ আছে। সামাজিক ক্ষেত্রে সম্মান লাভ করবেন। পরিবারে আনন্দ আসবে। বিনোদনের সুযোগ। শুভ দিক দক্ষিণ। শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১১
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
অযাচিতভাবে কেউ আপনাকে সাহায্য করতে এলে সতর্ক হোন। পরিবারে কারও শারীরিক সমস্যা নিয়ে ছোটাছুটি করতে হতে পারে। ভ্রমণের সুযোগ আছে। প্রেমে সাফল্য নিয়ে কিছু সমস্যা। কর্মে উন্নতির যোগ। যাত্রাযোগ শুভ। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রেমের সম্পর্কে আপনার আন্দাজের বাইরে কোনো বাঁক নিতে পারে। এই পরিবর্তন আপনার পক্ষে শুভ। কর্মে আসতে পারে বাধা। ব্যবসায় লাভ বাড়বে। শুভ খবর আসতে পারে। যাত্রাযোগে বাঁধা আছে। শুভ দিক উত্তর। শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২২
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেম নিয়ে আপনাকে কেউ ইচ্ছাকৃতভাবে নেতিবাচক ধারণার জন্ম দিতে পারে। দাম্পত্য সমস্যার সমাধানে বাধা আসবে। কাজে নতুন উৎসাহ লাভ করবেন। ব্যবসায় নতুন পথের সন্ধান পাবেন। যাত্রাযোগ শুভ। আর্থিক লাভ শুভ। ভ্রমণের পরিকল্পনার যোগ আছে। শুভ দিক পশ্চিম। শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২১
জ্যোতিষী রুবাই
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ