Saturday, July 23rd, 2016
বৃষ্টি আরো কিছুদিন
July 23rd, 2016 at 6:49 pm
বৃষ্টি আরো কিছুদিন

ঢাকা: শ্রাবণ মাস চলছে। এ মাসে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। হচ্ছেও তাই। সারা দেশেই হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ঝড়ছে। মৌসুমি বায়ুর প্রভাবই এই বৃষ্টির মূল কারণ। আবহাওয়া অধিদতরের তথ্য অনুযায়ী, বৃষ্টির এই ধারা আরো কিছু দিন চলবে।

রাজধালনীবাসীর অনেকেই এই বৃষ্টি উপভোগ করছেন, তবে কর্মজীবীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। শনিবার রাজধানীর রাস্তাগুলোতে জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয় যানজট।

IMG_8941আবহাওয়া অধিদফতর সূত্র অনুযায়ী, গত সাত দিনে এর পরিমাণ ছিল ৮১ মিলিমিটার। শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার বেলা তিনটা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে।

এ ছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে রংপুর জেলায়। একই সময়ে সাতক্ষীরায় ৫২, ফরিদপুরে ৫১, পটুয়াখালী ও সিলেটে ৩৪, চুয়াডাঙ্গা, কুমিল্লা ও রাঙামাটিতে ১৮, খুলনা ও গোপালগঞ্জে ১১ এবং রাজশাহীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

IMG_8937

আবহাওয়া অধিদফতরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব,  হরিয়ানা,  উত্তর-প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয় রয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য এলাকায়ও মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। এ জন্য রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

এদিকে টানা বর্ষণে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা ও বাঙালি নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও তা বিপদসীমা অতিক্রম করেনি। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদী ভাঙনের প্রবণতা বেড়েছে।

durvogস্থানীয় প্রশাসন জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে নতুন করে নদীগুলোতে পানি বাড়ছে। তীব্র স্রোতের কারণে ইতোমধ্যে যমুনার ভাঙনে সাঘাটার নদী তীরবর্তী ১৫০টি ঘরবাড়ি এবং আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির প্রভাবে সারা দেশে তাপমাত্রা কমে এসেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেত্রকোনায় ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৮ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই


সর্বশেষ

আরও খবর

বিজিবি মোতায়েনের পরও ঘাটে কোনভাবেই বন্ধ হচ্ছে না যাত্রী পারাপার

বিজিবি মোতায়েনের পরও ঘাটে কোনভাবেই বন্ধ হচ্ছে না যাত্রী পারাপার


ঈদের আগে দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি

ঈদের আগে দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি


যাত্রীবাহী ফেরি বন্ধ, শিমুলিয়া ঘাট থেকে হাজারো মানুষকে ফিরিয়ে দিচ্ছে পুলিশ

যাত্রীবাহী ফেরি বন্ধ, শিমুলিয়া ঘাট থেকে হাজারো মানুষকে ফিরিয়ে দিচ্ছে পুলিশ


শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রী ও গাড়ির প্রচণ্ড চাপ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রী ও গাড়ির প্রচণ্ড চাপ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি


দাম বাড়ল মুরগি ও চিনির

দাম বাড়ল মুরগি ও চিনির


খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে সিদ্ধান্ত শিগগিরই: আইনমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে সিদ্ধান্ত শিগগিরই: আইনমন্ত্রী


যে যেখানে আছেন সেখানেই সবাইকে ঈদ উদযাপন করার আহ্বান প্রধানমন্ত্রীর

যে যেখানে আছেন সেখানেই সবাইকে ঈদ উদযাপন করার আহ্বান প্রধানমন্ত্রীর


১৬ মে পর্যন্ত লকডাউনের প্রজ্ঞাপন জারি

১৬ মে পর্যন্ত লকডাউনের প্রজ্ঞাপন জারি


২১ দিন পর বৃহস্পতিবার থেকে সড়কে গণপরিবহন

২১ দিন পর বৃহস্পতিবার থেকে সড়কে গণপরিবহন


করোনায় আরও ৬০ মৃত্যু, নতুন শনাক্ত ১৪৫২

করোনায় আরও ৬০ মৃত্যু, নতুন শনাক্ত ১৪৫২