
ঢাকা: শাহিন সুমন পরিচালিত ‘পাগলের মত ভালবাসি’ ছবির শুটিং চলছিলো রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রিয়াঙ্কা শুটিং স্পটে। ছবির শুটিং এরইমধ্যে শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে শেষ করা সম্ভব হয়নি।
সম্প্রতি ঢাকার বাহিরে বেশ কিছু জায়গায় শুটিং শেষ করে শেষ লটের কাজ চলছিলো প্রিয়াঙ্কা শুটিং স্পটে। কিন্তু বৃষ্টির জন্য শুটিং এর কার্যক্রম খুব একটা করা সম্ভব হয়নি। আর আবহাওয়ার কথা মাথায় রেখে শুটিং কয়েকদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিচালক।
শাহিন সুমন নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘আমাদের চিন্তা ছিলো ঢাকায় আর পাঁচ দিন শুটিং করলেই ছবির কাজ শেষ হয়ে যাবে। আমাদের একবারে শেষ পর্যায়ের কাজ বাকি ছিলো। কিন্তু আবহাওয়ার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না।’
গল্প নিয়ে নির্মাতা জানান, এটি প্রেমের গল্প। ছবিটির নাম ‘পাগলের মত ভালোবাসি’ এজন্যে গল্পে নায়ক-নায়িকা দু’জনই একে অপরকে পাগলের মত ভালোবাসে। শিল্পীদের কাজ সম্পর্কে তিনি জানান, ওরা নতুন শিল্পী কিন্তু খুব ভালো করেছে। আমি ওদের কাজ নিয়ে সন্তুষ্ট। নতুন হওয়ায় একটু কষ্ট হয়েছে হাতে ধরে শিখিয়েছি যাতে ভালোভাবে দর্শকদের সামনে নিয়ে আসতে পারি। আমার হাত ধরেইতো মাহি, বাপ্পি, সুমিত এসেছে। আমি চাই অধরা ও আসিফ ভালো কিছু করুক।
ছবির সম্পর্কে অভিনেতা সুমিত জানান, ছবিতে গতানুগতিক ধারা থেকে একটু ভিন্নতা আছে, আমার এতে অভিনয় করে অনেক ভালো লেগেছে। আমি আসা করি ছবিটি যারা দেখবেন সবার ভালো লাগবে। আমি সবাইকে অনুরোধ করবো ছবিটি দেখার জন্য।
প্রতিবেদন: নাহিদ ন্যাস