
বিনোদন ডেস্ক: প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ছবির জগত থেকে বলিউডে পা রাখার পরও সানি’র অতীত জীবন তার পিছু ছাড়েনি। অভিনয় ক্যারিয়ারের স্বার্থে তাকে খোলামেলা হতে হয়েছে অন্তরঙ্গ দৃশ্যে। তবে এবার একদম বেঁকে বসছেন সানি, এখন থেকে কোন অন্তরঙ্গ দৃশ্যে তাকে আর দেখবে না দর্শক, পর্দায় তাকে পাওয়া যাবে না কোন বিছানায়, পাওয়া যাবে না কোন রগরগে চুম্বন দৃশ্যে।
সম্প্রতি জানা গেছে, সানি লিওন অভিনীত ইরোটিক থ্রিলার ‘বেইমান লাভ’ ছবিতে সহ অভিনেতা রাজনিয়েশ দুগগলের সঙ্গে চুম্বন দৃশ্যের ব্যাপারে তার আপত্তি ছিল। কিন্তু চিত্রনাট্যের প্রয়োজনীয়তা অনুযায়ী এতে বেশ কয়েকটি চুম্বন দৃশ্য রাখা হয়েছিল। ‘লীলা’ ছবিতে সহ অভিনেতা মোহিত আহলাওয়াতের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যের চিত্রধারনের সময় তিনি স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দৃশ্যায়ন করেছিলেন।
বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, এখন চুম্বন দৃশ্যের ক্ষেত্রেও সানি বেশ কঠোর; সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে এমন পর্দা কাঁপানো দৃশ্যে সানি’কে আর দেখা যাবে না। আর এমন সিদ্ধান্ত সানি নাকি বছর খানেক আগেই নিয়েছেন, এখন তা কেবল কার্যকর করার পালা। সূত্র: ডিএনএ।
প্রতিবেদন: এস. কে. সিদ্দিকী, সম্পাদনা: ইয়াসিন