বেকার হচ্ছে শহীদ কাপুর!

ডেস্ক: এসএস রাজমৌলির অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি ‘মাগাধিরা’ ছবির হিন্দি রিমেক বানাতে চাচ্ছেন সাজিদ নাদিওয়ালা। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছিল, ছবিটির রামচরণ চরিত্রে অভিনয় করতে পারেন শহিদ কাপুর।
কিন্তু শহিদ জানিয়েছেন, আমি ঐ ছবিটি করছি না। এখন ‘রেঙ্গুন’ ছবির পর আমি বেকার হয়ে যাব।
‘একে ভিএস এসকে’ শিরোনামের আরো একটি ছবিতে কাজ করার কথা ছিল তার। কিন্তু এখন সেটি আর হচ্ছে না।
বাস্তব দিক থেকে বিচার করলে খুব শিগগিরই বাবা হতে যাচ্ছেন শহিদ কাপুর। আর এধরনের বেকারত্ব তার স্ত্রীকে সময় দিতে সাহায্য করবে। সূত্র: ডিএনএ
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ