
গাজীপুর: চান্দনা চৌরাস্তা এলাকায় হাসান তানভীর ফ্যাশন ওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানায় বেতনের দাবিতে ভাঙচুর ও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। শুক্রবার সকাল ৯টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, মালিক পক্ষ শ্রমিকদের গত মাসের বেতন অর্ধেক দিতে চাওয়ায় শ্রমিকরা প্রতিবাদ করে। এতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার জানালার কাচ ভাঙচুর করে।
শ্রমিকরা জয়দেবপুর-চোরাস্তা সড়ক অবরোধ করে বেশ কয়েটি যানবাহনও ভাঙচুর করে। এসময় ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিচালক মো. মাহফুজ আফজাল নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী রোববার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এমএস/এসজি