
ঢাকা: সাভার-আশুলিয়া অঞ্চলের গার্মেন্টস শ্রমিকদের ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সাভার থানা শাখা।
শুক্রবার রানা প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শ্রমিক নেতা মোশরেফা মিশু।
শ্রমিক নেতা শাহ আলম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শহীদুল ইসলাম সবুজ, মোমিনুর রহমান মমিন, শফিউল আলম আজাদ, দুলাল হোসেন, জ্যোৎস্না আক্তার শিল্পী, মোয়াজ্জেম হোসেন, রানা প্লাজার আহত শ্রমিক শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান হৃদয়।
সংহতি বক্তব্য রাখেন ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহবায়ক সরকার আল ইমরান ও কেন্দ্রীয় নেতা আর্নিকা তাসনিম মিতু।
সমাবেশে বক্তারা বলেন, আমরা দেখছি সাভার আশুলিয়া অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক কারখানায় জুন মাসের পুরো বেতন না দেয়ার পায়তারা করছে। মূল বেতনের সমপরিমাণ বোনাস না দিয়ে ১৫ কিংবা ২০ শতাংশ দেয়ার পায়তারা করছে।
মোশরেফা মিশু হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘প্রতিবারের মতো শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানার পরিণাম ভালো হবে না। মালিকরা মহোৎসবে ঈদ করবে আর শ্রমিকরা বেতন-বোনাস না পেয়ে আত্মীয় পরিজন নিয়ে ঈদ বঞ্চিত হবে এই বাস্তবতা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। ৮০ ভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই গার্মেন্টস শ্রমিকরা ঈদের সময় বেতন বোনাস পাবে না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
মালিকদের প্রতি আহবান জানিয়ে মিশু বলেন, ‘শ্রমিকদের প্রতি জুলুম নির্যাতন বন্ধ করুন, মানুষের মতো বাচঁতে দিন। তাতে খারখানার উৎপাদন বাড়বে, দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আর তা যদি না করেন তা হলে যা ঘটবে এর দায়দায়িত্ব সরকার এবং মালিকপক্ষকেই বহন করতে হবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/জাই