বেবি বাম্প নিয়েই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কারিনা

ডেস্ক: অবশেষে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সম্প্রতি রিলায়েন্স স্টুডিওতে অনুষ্ঠিত হয়ে গেল তারকাখচিত এই লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়ার্ড। শাহরুখ খান থেকে শুরু করে, দীপিকা পাডুকোন, করিনা কাপুর, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ কে না ছিলেন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
তবে এই অনুষ্ঠানে একটু আলাদাভাবে সবার নজর কেড়েছে কারিনা কাপুর।
বেবি বাম্প নিয়ে টকটকে লাল গাউনে সবচেয়ে বেশি নজর কেড়েছেন করিনা কাপুর। আভিজাত্য, স্টাইল এর পাররফেক্ট কম্বিনেশন করিনা।

দীপিকার এদিনের বেগুনি রংয়ের সার্টিন স্লিট গাউন একেবারে উপযুক্ত এদিনের অনুষ্ঠানের জন্য। স্টাইলিশ দীপিকার ব্যক্তিত্বের সঙ্গে একেবারে মিলেমিশে এক হয়ে গিয়েছে তার পোশাক।


বি-টাউনের গ্ল্যামারকুইন ক্যাটরিনা এদিনের সবুজ গাউনে একেবারে যেন বার্বি ডল। কিছুতেই চোখ ফেরানো যাচ্ছিল না ক্যাটরিনার তরফ থেকে।
লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়র্ডের রেড কার্পেট মাতালেন আনুশকা শর্মা। কালো ও বেজ রংয়ের পোষাকে দারুণ মানিয়েছিল আনুশকাকে। সুত্র-ওয়ান ইন্ডিয়া।
সম্পাদনা: শিপন আলী