
ঢাকা: সুরকার ও কণ্ঠ শিল্পী বেলাল খান শ্রোতাদের জন্য নতুন একটি গান প্রকাশ করেছেন। সিডি চয়েস’র ব্যানারে ‘মেঘলা সময়’ গানটির ভিডিও রোববার ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
‘পাগল তোর জন্য রে’ গানটি গেয়েই শ্রোতাদের মনে জায়গা করে নেন বেলাল। এর পর থেকেই একে একে গেয়েছেন ‘এক মুঠো স্বপ্ন’, ‘তোমারি মায়া’, ‘অবুজ পাখি’র মতো জনপ্রিয় গান। যার কারণে পেয়েছেন ২০১৪ জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার।
‘মেঘলা সময়’ লিখেছেন- রবিউল ইসলাম জীবন, সুর করেছেন-বেলাল খান, আর সঙ্গীত-মুশফিক লিটু।
গানটি সম্পর্কে বেলাল বলেন, ‘গানটি খুভ ভালো হয়েছে। যে শুনবে আশা করি ভালো লাগবে। আমি সবাইকে বলবো একবার হলেও গানটি শুনতে। আমি নিশ্চিত আপনাদের ভাল লাগবে।’
গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘আমি গান লিখি শ্রোতাদের কথা চিন্তা করে। এখন পর্যন্ত শ্রোতারা আমার প্রায় সব গানই পছন্দ করেছে। আশা করি এই গানটিও সবার ভালো লাগবে। বেলালের কণ্ঠে গানটি অসাধারণ হয়েছে।’
প্রতিবেদন: নাহিদ ন্যাস